গ্রাজুয়েশন পাশে হাসপাতালে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

Spread the love

IIT Dhanbad Job Recruitment 2025 : সম্প্রতি IIT ধানবাদ এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় Medical Officer & Chief Medical Officer পদে কর্মী নিয়োগ করা হবে।

যেখানে আবেদন করতে পাবে ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা। তাই আমরা এই প্রতিবেদনটি উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের জন্য বিস্তারিত আকারে তুলে ধরেছি, যেটা পড়ে নিয়ে খুব সহজেই এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করা সম্ভব হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টা ।

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি IIT Dhanbad এর তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।

পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত 01.04.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 2 ধরনের পদে। সেগুলি হলো –

  • Chief Medical Officer (Specialist)
  • Medical Officer

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে M.D. কিংবা M.S. ডিগ্রি আস্ত থাকতে হবে ক্লিনিক্যাল ডিসিপ্লিন নিয়ে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 50 বছর। কিন্তু যে সমস্ত সংরক্ষণের চাকরিপ্রার্থীর আবেদন জানাবেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 56,100 টাকা থেকে 20,9200 টাকা পর্যন্ত।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট শূন্যপদের সংখ্যা হল 4টি।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য যাকে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে সবার আগে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি অফ পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম কে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সমস্ত কিছু একবার ভেরিফাই করে নিয়ে এসে মিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে । পরবর্তীকালে সেই মেধা তালিকা অনুযায়ী ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য (Application Fee) :

SC, ST, PWD এবং মহিলা চাকরিপ্রার্থী বাদ দিয়ে অন্যান্য সকল আবেদনকারী চাকরিপ্রার্থীদের কে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 30.04.2025 তারিখ পর্যন্ত।

Leave a Comment